বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে পুরুষ অ্যাথলেটিকে প্রথম স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফরিদ মিয়া। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। সেই সাথে পুরুষ হ্যামার থ্রোতে স্বর্নপদক জিতেছেন মো. মাহফুজ হাসান।
সেনাবাহিনীর অ্যাথলিটরা ম্যারাথনে তিন জন পদক জিতেছেন এতে একে অপরে হাড্ডাহাড্ডি লড়াই করছেন। ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড নিয়ে সেরা স্বর্ণ পদক হয়েছেন সেনাবাহিনী মোঃ ফরিদ মিয়া। সেনাবাহিনী ফিরোজ খান ২ ঘণ্টা ৪০ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন। এবং সর্বশেষ ব্রোঞ্জ পদকও পেয়েছেন একই বাহিনীর কামরুল ইসলাম।
অন্যদিকে পুরুষদের হ্যামার থ্রোতে অবশ্য স্বর্ণপদক জিতে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীরা। ৫০ দশমিক ৮৫ মিটার দূরত্বে হ্যামার ফেলে প্রথম স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মোঃ মাহফুজ হাসান।
বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ শফিকুল ইসলাম ৪৮ দশমিক ৭৪ মিটার দূরত্বে হ্যামার ফেলে রৌপ্য পদক জিতেছেন। এবং সেনাবাহিনীর মোঃ জুয়েল ইসলাম ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি ৪৪ দশমিক ২৯ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]