প্রাণঘাতি করোনা বেশ ভালোভাবেই জেঁকে বসেছে ভারতীয় ক্রিকেটে। রোড সেফটি সিরিজ শেষে সাবেক চার ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। এবার জাতীয় নারী ক্রিকেটারের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি হারমানপ্রীত কৌর। চোটের কারণে পঞ্চম ওয়ানেড ম্যাচে খেলার পর বিশ্রামে ছিলেন তিনি। তবে সম্প্রতি জ্বর আসায় সোমবার তার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।
হারমানপ্রীতের পরিবারের এক ঘনিষ্ঠ সদস্যের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘হারমানপ্রীত কৌর বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছে। মঙ্গলবার পরীক্ষার ফল পজিটিভ আসার আগে চারদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘হারমানপ্রীত কৌরের শরীরে জ্বর থাকলেও অন্য কোনো শারীরিক সমস্যা নেই। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলেও আশা করা হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও ওয়ানডে সিরিজ চলাকালীন বেশ কয়েকবার করোনা পরীক্ষা করা হয়েছে। সেই সময় বারবারই নেগেটিভ ফল এসেছে। ফলে ধারণা করা হচ্ছে, সিরিজ চলাকালে নয়, অন্য কোনো সময় হারমানপ্রীত কৌর করোনা সংক্রমিত হয়েছেন।
এদিকে, রোড সেফটি সিরিজ খেলোয়াড়দের মধ্যে শচীন টেন্ডুলকার, ইউসুফ পাঠান ও বদ্রিনাথের পর ইরফান পাঠানে করোনা পজিটিভ হয়েছেন। এর আগে গত বছরের অক্টোবরে নারী দলের পেসার মানষি জোশির শরীরেও করোনা শনাক্ত হয়েছিল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]