স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ঢাকা সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই দিনের সফরের প্রথম দিনেই শুক্রবার (২৬ মার্চ) নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ পান সাকিব।
ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাকিব বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আশা করি, তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ।’
চলতি মাসে আইপিএল খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা সাকিব আল হাসান বলেন, ‘আমি আশা করি, তিনি (নরেন্দ্র মোদি) ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।’
ঢাকায় দুই দিনের সফরে আসার পর প্রথম দিনেই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা যুবকদের সঙ্গে দেখা করেন মোদি। সাকিব ছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম প্রমুখ সাক্ষাৎ করেন।
বর্তমানে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে থাকলেও ছুটিতে রয়েছেন সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।
চলতি বছর ১৮তম আইপিএলে কলকাতার হয়ে খেলবেন সাকিব আল হাসান। আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফর থেকেও ছুটি নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আইপিএলে খেলতে দুই-এক দিনের মধ্যে ভারত যাবেন সাকিব।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]