সাকিব আল হাসান! একটি নাম, একটি ধ্রপদী তারা। লাল সবুজের পতাকার বাহক, একজন বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের পোস্টারবয়, দেশের বড় বিজ্ঞাপন, একজন মহানায়ক, একটি বাংলাদেশের প্রতিচ্ছবি। যে নামেই বিশেষায়িত করা হোক না কেন , বরং একটু কমতি রয়ে যায়। তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে বহুদূরে। ১৯৮৭ সালের আজকের দিনে (২৪ মার্চ) বাবা মাশরুর রেজা ও মাতা শিরিন শারমিনের কোলে জন্ম নেয় একজন ছোট্ট ফয়সাল।
আজ ৩৪ বছরে পা রাখলেন বাংলাদেশের পোস্টার বয়। সাকিবের জন্ম দিনে স্পোর্টসমেইল২৪.কমের পক্ষ থেকে বাংলার নবাবকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা ‘শুভ জন্মদিন সাকিব আল হাসান’।
সাকিবের জন্ম দিনের তার কিছু অর্জন এক করার চেষ্টা। আসলে সব কি এক করা সম্ভব? না। এখন পর্যন্ত ঘটা সব অর্জন একসাথে করা না গেলেও কিছু করার চেষ্টা। অজানায় সাকিবের কিছু অর্জনের পাতা ঘুরে আসতে বোধকরি মন্দ লাগবে না!
মেধা, প্রতিভা এবং কর্ম দিয়ে যারা এখন পর্যন্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে সবচেয়ে বেশি পরিচিত করেছেন, তাদের মধ্যে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। তরুণ বয়সেই খেলাপাগল ছিলেন সাকিব। বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা বাবার স্বপ্ন ছিল ছেলেকে ফুটবলার বানাবেন। তবে ফুটবলার হওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে ফয়সাল হয়ে উঠলেন একজন সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার।
ফুটবল পাগল পরিবারে বড় হওয়া সত্ত্বেও সাকিবের ক্রিকেট দক্ষতা ছিল অসাধারণ। মাত্র ১৫ বছর বয়সেই সাকিব অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পান। ২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ ত্রি-দেশীয় টুর্নামেন্টের ফাইনালে (অপর দুটি দেশ-ইংল্যান্ড ও শ্রীলঙ্কা) মাত্র ৮৬ বলে সেঞ্চুরি এবং তিন উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন তিনি।
২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে সাকিব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন। ৩৫ দশমিক ১৮ গড়ে সাকিবের মোট রান ৫৬৩ এবং ২০ দশমিক ১৮ গড়ে নেন ২২টি উইকেট।
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় সাকিবের। হারারে থেকে শুরু করে মিরপুর, মুলতান, লর্ডস, ওল্ড ট্রাফোর্ডে ঔদ্ধত্য দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন ১৪টি বসন্ত। নিজে ভেসেছেন অনেক অর্জনে, দলকেও জিতিয়েছেন।
দেশের ক্রিকেটের অনেক রেকর্ড শুরু হয়েছে সাকিবের হাত ধরেই। রেকর্ডের পর রেকর্ডের মালা গেঁথেছেন নিজ ক্যারিয়ারে। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক এ শিক্ষার্থীর খেলার মান আর ধারাবাহিকতায় নিজেকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড়- ‘দ্য ওয়ান ম্যান আর্মি’। রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব।
সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি, ক্রিকেটের তিন সংস্করণে নম্বার ওয়ান অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪ হাজার রান করার গৌরব অর্জন করেন। সাকিব টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করেন ৷ আর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রান এবং ৫০টি উইকেট লাভ করেন।
সাকিব ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার, যিনি নির্দিষ্ট এক বিশ্বকাপে ৪শ’র বেশি রান ও ১০-এর অধিক উইকেট নিয়েছেন। পরে অবশ্য রান পেরিয়ে যায় ৬শ’তে। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট শিকার করেন সাকিব। দলের বিশ্বকাপ ইতিহাসের সেরা বোলিং ফিগারও তার অধীনে।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেটের কীর্তি রয়েছেন সাকিবের। বিশ্বকাপে সাকিবের পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে ১২টি। যেখানে সামনে রয়েছেন শুধু শচীন টেন্ডুলকার। নির্দিষ্ট এক বিশ্বকাপে দলের পক্ষে সর্বোচ্চ রান শচীনের। শচীন করেছেন ৬ বার, ২০০৩ সালে। সাকিব ৫ বার করেছেন দলের পক্ষে সর্বোচ্চ রান, ২০১৯ বিশ্বকাপে।
নির্দিষ্ট এক বিশ্বকাপে সর্বাধিক পঞ্চাশোর্ধ রানের ইনিংসে শচীনের পাশে আছেন সাকিব। শচীন ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ৭ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন আর বাংলার ক্রিকেটের এ নবাব খেলেছেন ৮ ইনিংসে ৭টি।
এখন পর্যন্ত সাকিবের ওয়ানডে রান ৬ হাজার ৪৩৬, টেস্টে ৩ হাজার ৯৩০, টি-টোয়েন্টিতে রয়েছে ১ হাজার ৫৬৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১১ হাজার ৯৩৩ রানের মালিক সাকিব।
টেস্টে উইকেট সংখ্যা ২১০টি, যা বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে উইকেট সংখ্যা ২৬৬, বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয়। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট সংখ্যা ৯২, যা বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে পঞ্চম।
পরিসংখ্যানের মানদণ্ড কিংবা দলের জয়ে অবদান, সবকিছুতেই অনন্য এই ধ্রপদী তারা সাকিব আল হাসান। সাকিব মানে একটা রূপকথা, সাকিব মানে একটা মহাকাব্য। লাল সবুজের জার্সিতে আবারও সবুজ ঘাসের মাঠ মাতাবেন, মাঠে উপচে পড়া দর্শকদের গ্যালারি আবারও উন্মত্ত হয়ে পড়বে ‘সাকিব, সাকিব’ আওয়াজে- সে কামনাই রইলো।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]