২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ১৩ মার্চ ২০১৮
২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

হেরে গেলেন শেরপুরের জহির রায়হান। ময়মনসিংহ বিভাগের হয়ে বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বে অ্যাথলেটিকসে প্রথমদিনে গতকাল (রোববার) ৪০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জয়ী এ অ্যাথলেট আজ (বুধবার) ২০০ মিটারে আটকে গেলেন।

মঙ্গলবার যুব গেমসের কিশোর বিভাগের ২০০ মিটার দৌঁড়ে রৌপ্য জিতেছেন জহির রায়হান। তার চেয়ে অল্প ব্যবধানে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া। তিনি সময় নিয়েছেন ২২ সেকেন্ড।

৪০০ মিটার স্প্রিন্টে তরুণ বিভাগে জহির রায়হান ৪৯.৭০ সেকেন্ড সময়ে স্বর্ণ জয করে নেন। তবে আজ (বুধবার) সেকেন্ড ব্যবধানে হেরে যান। ফলে স্বর্ণ থেকে ছিটকে যান এ তরুণ অ্যাথলেট।

এদিকে আজ (বুধবার) বাংলাদেশ যুব গেমেসের চূড়ান্ত পর্বে অ্যাথলেটিকসের ১৪টি ইভেন্টের মধ্যে চারটি সম্পন্ন হয়েছে। সোমবার সম্পন্ন হয়েছে ৮টি ইভেন্ট। অর্থাৎ দু’দিনে ডিসিপ্লিনটির সর্বমোট ১২টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। এ ডিসিপ্লিনের সবচেয়ে আকর্ষণীয় দুটি ইভেন্ট বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার দৌঁড় অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ গেমসের সমাপনী দিনে।

দু’দিনের প্রতিযোগিতা শেষে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক নিয়ে যৌথভাবে ২য় স্থানে আছে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ। এছাড়া ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক নিয়ে ৩য় স্থানে রয়েছে খুলনা।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

দ্বিতীয় দিন শেষে অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা

দ্বিতীয় দিন শেষে অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা

যুব গেমসে প্রথম স্বর্ণ জিতলেন মিলন

যুব গেমসে প্রথম স্বর্ণ জিতলেন মিলন

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো যুব গেমসের

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো যুব গেমসের