জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা কর্মসূচি হাতে নিয়েছে। তার অংশ হিসেবে বুধবার (১৭ মার্চ) পবিত্র কোরান শরীফ পাঠ এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হবে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞাপ্তি এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, বুধবার (১৭ মার্চ) দুপুরে বিসিবির ক্রিকেট একাডেমি মাঠে দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে। এ সময় বিসিবির সভাপতি নাজমুল হাসান উপস্থিত থাকবেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে বঙ্গবন্ধু এবারের জন্মবার্ষিকী। গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ, যা চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এ দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপন করা হয়। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]