বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকাই চলচিত্রের এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি।
অপু বিশ্বাসকে কাবাডির ফেডারেশনের কমিটির সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপু বিশ্বাস কাবাডির শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে কাজ করবেন। দেশে কাবাডিকে আরও জনপ্রিয় করে তুলকে তার তারকাখ্যাতিকে কাজে লাগাতে চাই।
নিয়ম অনুযায়ী, ফোডারেশনে কাউন্সিলর না হলে কেউ ভোটার হতে পারেন না। ভোটার না হলে নির্বাচনে দাঁড়ানো যায় না।জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন অপু বিশ্বাস।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন কমিটির ২৫ সদস্যের মাঝে একমাত্র নারী অপু বিশ্বাস। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।
এদিকে, দীর্ঘ ৯ বছর পর কাবাডি ফেডারেশনের নির্বাচনের ঘোষণা করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। চলতি মার্চের ২৪ তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে কার্যনির্বাহী কমিটির সবগুলো পদে একটির বেশি নাম জমা না পড়ায় নির্বাচনের কোনো প্রয়োজন পড়েনি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]