দুই মেয়ের পর প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। সোমবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। ছেলের বাবা হওয়ার সংবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাকিব।
মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেলে ফেসবুকে ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিব পুত্রের বাবা হওয়ার তথ্য নিশ্চিতসহ দোয়া কামনা করেন।
তিনি লিখেন, ‘সকল প্রশংসা আল্লাহ-তায়ালার প্রতি। সোমবার (যুক্তরাষ্ট্রের সময়) ভোরে আমরা একটি পুত্র সন্তান পেয়েছি। আলায়না এবং ইরাম (সাকিবের দুই মেয়ে) তাদের ভাইকে পেয়ে খুশি।’
সাকিব আরও লিখেন, ‘শিশির এবং আমাদের শিশু উভয়ই ভালো আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য প্রার্থনা এবং শুভেচ্ছা জানানোর জন্য। দয়া করে আপনাদের প্রার্থনা চালিয়ে যাবেন। সবার জন্য ভালোবাসা, সাকিব।’
সাকিব-শিশিরের প্রথম দুই সন্তান মেয়ে। প্রথম মেয়ের নাম আলায়না হাসান অব্রি এবং দ্বিতীয় মেয়ের নাম ইরাম হাসান। দ্বিতীয় মেয়ে হওয়ার বছর না ঘুরতেই তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব। দ্বিতীয় মেয়ে ইরাম হাসান পৃথীবিতে এসেছে গত বছরের ২৪ এপ্রিল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]