জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফের বড় ভাই মো. জিয়াউর রহমান মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
ভারতে চলমান রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের হয়ে খেলছেন মোহাম্মদ শরীফ। সেখান থেকে বড় ভাইয়ের চিকিৎসার জন্য লিভার ডোনার চেয়ে আবেগঘন ভিডিও পোস্ট করেছিলেন তিনি।
ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কান্নাভেজা কণ্ঠে সাহায্যে আকুতি জানিয়েছিলেন শরীফ। তবে শরীফের বড় ভাইয়ে আর বাঁচানো গেল না।
জিয়াউর রহমানের মারা যাওয়া বিষয়টি শরীফের পরিবার থেকে সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর ভারত থেকে ঢাকায় চলে আসছেন ২০০৭ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলা শরীফ।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]