জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন টাইগার পেসার মুক্তার আলী। মাগুরার মেয়ে আফসানা সুলতানার সাথে পারিবারিকভাবে গাঁটছড়া বেঁধেছেন তিনি। নিজের নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মুক্তার আলী।
করোনা পরবর্তী ঘরোয়া ক্রিকেট আসর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নজর কাড়া পারফরম্যান্স করেন মুক্তার আলী। এরপর ডাক পান আবুধাবি টি-টেন লিগে। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। আবুধাবি থেকে দেশে ফিরে জীবনের দ্বিতীয় ইনিংসের যাত্রা শুরু করলেন তিনি।
৩২ বছর চলা এ টাইগার পেস বোলিং অলরাউন্ডার জানিয়েছেন, করোনার কথা মাথায় রেখে ঘরোয়া পরিবেশে দুই পক্ষের ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তবে সতীর্থ ক্রিকেটার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
জানা গেছে, মুক্তার আলীয় স্ত্রী আফসানা সুলতানা ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। নিজের দ্বিতীয় ইনিংস শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন মুক্তার আলী।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুক্তার আলীর। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। ম্যাচটিতে ব্যাট হাতে ১৯ রান করলেও বল হাতে ২ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]