বিমান বিধ্বস্তে মর্মাহত সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ১২ মার্চ ২০১৮
বিমান বিধ্বস্তে মর্মাহত সাকিব

নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাত ৮টা ২৩ মিনিটে তিনি এ সমাবেদনা জানান।

ফেসবুকে সাকিব লিখেন, ‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশ্যে জানাই আমার এবং শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন এ বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগান, সেই প্রার্থনা করছি!’

Shakib

আঙুলের চোটে মাঠের বাইরে থাকায় শ্রীলঙ্কায় চলতি নিদাহাস ট্রফিতে খেলতে পারছেন না টাইগার দলের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলকে উৎসাহ দিতে সতীর্থদের সঙ্গে শ্রীলঙ্কায় গেছেন তিনি।

প্রসঙ্গত, আজ সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পরবর্তী টুর্নামেন্টের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ

পরবর্তী টুর্নামেন্টের আগেই কোচ পাচ্ছে বাংলাদেশ

এপ্রিলে নিজে দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান

এপ্রিলে নিজে দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়