কক্সবাজারে জাতীয় আরচারিতে ১৪৮ প্রতিযোগী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ০১ মার্চ ২০২১
কক্সবাজারে জাতীয় আরচারিতে ১৪৮ প্রতিযোগী

ফাইল ফটো

কক্সবাজারে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ১২তম তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশীপ। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের গন্ডির বাইরে প্রথমবার কক্সবাজারে আয়োজিত হচ্ছে এ চ্যাম্পিয়নশীপ। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে ১৪৮ জন আরচার অংশ নেবেন।

সোমবার (১ মার্চ) থেকে কক্সবাজারে শুরু হবে বঙ্গবন্ধু ১২তম তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশীপ। ১৪৮ জন আরচারের মাঝে রিকার্ভ বিভাগে পুরুষ ৬৮ জন ও নারী ৩০ এবং কমপাউন্ড বিভাগে পুরুষ ৩০ জন ও নারী ২০ জন।

কক্সবাজারে প্রথমবারের মতো এ আয়োজন প্রসঙ্গে রোববার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমরা আরচারদের সব পরিস্থিতিতেই খেলিয়ে অভ্যস্ত করতে চাই। কারণ সামনেই রয়েছে জাপানে অলিম্পিক গেমসে। সাগর বেষ্টিত দেশটিতে বাতাসের প্রবাহ বেশি থাকতে পারে। তাই কক্সবাজারে একটু বেশি বাতাসে রোমান সানারা কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখতে চাই।’

টোকিও অলিম্পিকের আগে সুসংবাদ দেন চপল। বলেন, ‘টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা আমাদের রোমান সানা দুর্দান্ত ফর্মে রয়েছে। এ ফর্ম বজায় থাকলে স্বর্ণপদক না হোক সম্মানজনক অবস্থান নিয়ে টোকিও থেকে দেশে ফিরতে পারবে সে।’

চলতি বছরের ১ এপ্রিল থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। সাধারণত বাংলাদেশ গেমসের বছর ফেডারেশনগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে না। আরচারি ফেডারেশন অবশ্য সেই পথে হাটছে না। বাংলাদেশ গেমসের আগের মাসেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাখ্যা দিয়েছেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম।

তিনি বলেন, ‘আরচারদের জন্য বাংলাদেশ গেমসের আগে এটি প্রস্তুতি হিসেবে কাজ করবে। আমাদের বাৎসরিক সূচি ও পরিকল্পনার মধ্যে রয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ।’

সোমবার (১ মার্চ) চ্যাম্পিয়নশিপ শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে পরের দিন মঙ্গলবার (২ মার্চ)। ৪০ দল নিয়ে প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠান ৪ মার্চ। কম্পাউন্ড ও রিকার্ভ মিলিয়ে ১০টি ইভেন্টে ৬০টি পদকের লড়াই হবে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

৩শ’ বছরের পুরোনো আর্চারি প্রতিযোগিতা বাতিল

৩শ’ বছরের পুরোনো আর্চারি প্রতিযোগিতা বাতিল

বিশ্ব আরচ্যারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোমান সানা

বিশ্ব আরচ্যারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোমান সানা

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

ল্যান্স নায়েক হলেন আরচার রোমান সানা

ল্যান্স নায়েক হলেন আরচার রোমান সানা