পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র (বিএসজেএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের এটিএম সাইদুজ্জামান। একই পদে অন্য প্রতিদ্বন্দ্বি জাগো নিউজের আরিফুর রহমান বাবু হেরে গেছেন মাত্র ৩ ভোটে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির ১৮তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ চৌধুরী। এছাড়া তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু।
২০২১-২২ সালের নতুন কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচরেন সভাপতি পদে এ টি এম সাইদুজ্জামান (কালের কণ্ঠ) ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনের তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আরিফুর রহমান বাবু পেয়েছেন ৪০ ভোট।
এছাড়া সহ-সভাপতির ৩টি পদে সৈয়দ সাইদুর রহমান শামীম (চ্যানেল আই), রায়হান-আল-মুঘনি (গ্লোবাল স্পোর্টস) এবং বর্ষণ কবীর (এনটিভি) নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান পল্টু (ডেইলি স্টার), যুগ্ম সম্পাদক পদে এস এম সুমন (বৈশাখী টেলিভিশন), অর্থ সম্পাদক পদে মাজহার উদ্দিন অমি (ডেইলি স্টার) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যের ৬টি পদে মিনহাজউদ্দিন খান (ঢাকা ট্রিবিউন), সামিনা রশ্মি (পদ্মা ব্যাংক), সামিউল হক টিটু (চ্যানেল ২৪), মানজুর মোরশেদ (যমুনা টিভি), জ্যোতির্ময় মন্ডল (যুগান্তর) এবং রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন) নির্বাচিত হয়েছেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]