করোনা ভ্যাকসিন নিলেন নারী ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১
করোনা ভ্যাকসিন নিলেন নারী ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের পুরুষ দলের পর এবার করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিলেন নারী ক্রিকেট দলের সদস্যরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জাতীয় দলের নারী ক্রিকেটাররা করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাম্পে থাকা ৩২ জনের সকলেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, একে একে ঘরোয়া ক্রিকেটারদেরও এ ভ্যাকসিনের আওতায় আনা হবে।

ভ্যাকসিন গ্রহণের পর সন্তুষ্টি প্রকাশ করে নারী ক্রিকেট দলের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ভ্যাকসিন নেওয়ার পর ছবি শেয়ার করে জাহানারা আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আজ আমি কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। বিসিবি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।’ এরপরেই মজা করে তিনি লিখেছেন, ‘ভয় ভ্যাকসিনের জন্য নয়, সুচের জন্য ভয় পেয়েছি।’
sportsmail24
এছাড়া রুমানা আহমেদ লিখেছেন, ‘কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি এখনও অবধি নিরাপদ আছি। এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গুরুত্বপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সংকটময় সময়ে ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানাই।

নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি স্পোর্টসমেইল২৪.কমকে জানান, ‘আজ ভ্যাকসিন নিয়েছে। ক্যাম্পে থাকা সবাই ভ্যাকসিন নিয়েছে। এখন পর্যন্ত কোন উপসর্গ দেখা দেইনি। এছাড়া আমার আব্বু-আম্মু আগেই নিয়েছে। কোন সমস্যা নেই।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

ইতিবাচক ব্যাপার ছড়িয়ে দেওয়া উচিত : তামিম

ইতিবাচক ব্যাপার ছড়িয়ে দেওয়া উচিত : তামিম

সাকিবের সিদ্ধান্তকে ‘বড় ত্যাগ’ হিসেবে দেখছে আনন্দবাজার

সাকিবের সিদ্ধান্তকে ‘বড় ত্যাগ’ হিসেবে দেখছে আনন্দবাজার