অমর ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি লিখেছেন, ‘সবারই তার মাতৃভাষায় কথা বলার অধিকার রয়েছে। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে রাজপথে নেমে এসেছিলেন। স্মরণ করছি সকল ভাষাসৈনিকদের, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।’
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের লিখেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়া। যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা- বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লিখেন, ‘মাতৃভাষা, মায়ের ভাষা; যে ভাষায় কথা বলা আমার অধিকার, সকলের অধিকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
‘সেই সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা শত্রুর তাজা বুলেটকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন, আমাদের জন্য ছিনিয়ে নিয়ে এসেছেন প্রাণের ভাষা, আমাদের বাংলা ভাষা। স্মরণ করছি সকল ভাষাসৈনিকদের, যাদের জন্য আজ আমরা গর্ব করে বাংলা ভাষায় কথা বলি।’
নারী ক্রিকেটার জাহানারা আলম লিখেন, ‘রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান/করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রাণ/যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান/ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রাণ/আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]