প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি এ ভ্যাকসিন গ্রহণ করেন। একই সময় মন্ত্রীর স্ত্রী ও পরিবারের আরও কয়েকজন ভ্যাকসিন গ্রহণ করেছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ভ্যাকসিন গ্রহণের পর প্রতিমন্ত্রী ভালো বোধ করছেন এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।
দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সময় মতো ভ্যাকসিন নিয়ে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সময়ে ভ্যাকসিন সংগ্রহ করা বিশ্বে বিরল, এমনকি যুক্তরাষ্ট্রে, ইউরোপে অনেক দেশে ভ্যাকসিনের জন্য হাহাকার করছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়, সকল অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি অত্যন্ত সফল।
ভ্যাকসিন গ্রহণের পর প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সারাদেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদান কারীদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
এ সময় সকল প্রকার বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে দেশবাসীকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]