ভ্যাকসিন নিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১
ভ্যাকসিন নিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন

ছবি : বাফুফে

প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ ভ্যাকসিন গ্রহণ করেন।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন একা নন, তার পরিবারের অন্যান্য সদস্যরাও এ সময় ভ্যাকসিন গ্রহণ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‌‘আমি যখনই শুনেছি বাংলাদেশ ভ্যাকসিন চলে এসেছে, তখন থেকেই ভ্যাকসিন নিতে চেয়েছি। ইউরোপের লক্ষ লক্ষ মানুষ এই ভ্যাকসিন দিচ্ছে। এটা এখন প্রারম্ভিক পর্যায়ে আছে।’
sportsmail24
এছাড়া জনসাধারণ যেন সহজে ভ্যাসকিন গ্রহণ করতে পারেন, সে জন্য ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন কাজী মো: সালাউদ্দিন। বলেন, ‘আমি যেমন নিজে এসেছি (ভ্যাকসিন নিতে) তেমনই আমার স্ত্রী-সন্তানদের এনেছি। বাফুফের অন্যান্য সদস্যরাও এসেছে। তবে আমার অনুরোধ, ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটা যেন সহজ করা হয়।’

কাজী মো. সালাউদ্দিনের হাতে ভ্যাকসিন পুস করেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স স্মিতা গায়েন। এ সময় বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর এবং মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. অসিম কুমার নাথ উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক, খুশি বাফুফে সভাপতি

ফুটবল উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক, খুশি বাফুফে সভাপতি

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার

বাফুফের নির্বাচন : সালাউদ্দিনের ৩৬ দফার ইশতেহার

২০২২ ফুটবল বিশ্বকাপ গ্যালারিতে থাকবে মদের ব্যবস্থা!

২০২২ ফুটবল বিশ্বকাপ গ্যালারিতে থাকবে মদের ব্যবস্থা!

বাফুফের পাশে কে স্পোর্টস ও টি স্পোর্টস

বাফুফের পাশে কে স্পোর্টস ও টি স্পোর্টস