নায়ক থেকে খলনায়ক, শচীনের ছবিতে কালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
নায়ক থেকে খলনায়ক, শচীনের ছবিতে কালি

‘বিতর্কিত’ কৃষি আইন সমর্থন করায় অপমানের মুখে পড়তে হয়েছে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে। কেরেলার কোচিতে শচীনের ছবিতে কালো রঙ মেখে দিয়েছেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, স্যোশাল মিডিয়ায় শচীনের বিরুদ্ধে মুখ খুলেছেন তার ভক্ত-সমর্থকরাও।

ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কেরেলার যুব কংগ্রেসের কয়েকজন কর্মী কৃষক আন্দোলনের সমর্থনে মিছিল বের করেন। তাদের হাতে শচীন টেন্ডুলকারের একটি কাট-আউট ছিল।

মিছিলের এক পর্যায়ে তারা শচীনের কাট-আউটে কালো কালি মাখিয়ে দেওয়া হয় এবং সেটি ছিঁড়েও ফেলেন তারা। ওই ঘটনা প্রকাশ্যে আসায় দেশজুড়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

কৃষক আন্দোলন নিয়ে শচীন টেন্ডুলকার টুইটারে লিখেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোন আপস নয়। বিদেশি শক্তি দর্শক হতে পারে, দেশের কোন ঘটনার অংশীদার নয়। ভারতীয়রা দেশকে ভালো করেই চেনেন এবং দেশের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের সকলের ঐক‌্যবদ্ধ থাকা উচিত।’

শচীনের এমন টুইটের পর সমালোচনা শুরু হয়। কৃষকদের পক্ষ নিয়ে চারদিকে শুরু হয় নানা সমালোচনা। অনেকে নিজেদের ভক্ত তালিকা থেকেও শচীনের নাম মুছে দিচ্ছেন বলেও স্যোশাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়।

শচীনের উদ্দেশে এক ভক্ত লেখেন, ‘টুইট করার আগে ক্রিকেটের ভগবান ছিলেন, টুইট করার পর অম্বানির কুকুর।’

শচীনকে শচীন নিজেই আউট করেছেন বলেও মন্তব্য করেন ভক্তরা। ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে শচীন ১৯৪ রানে ব্যাট করার সময় ডিক্লেয়ার ঘোষণা করেন রাহুল দ্রাবিড়। তবে শচীনের টুইটের পর রাহুলের সেই সিদ্ধান্তকে সামনে এনে একজন লিখেছেন, ‘আজ মনে হচ্ছে, সেদিন রাহুল ঠিক করেছিল।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

মুম্বাই শিবিরে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার!

মুম্বাই শিবিরে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার!

রিভিউ সিস্টেমে পরিবর্তন চান শচীন-লারা

রিভিউ সিস্টেমে পরিবর্তন চান শচীন-লারা

শচীনের অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন সাবেক নির্বাচক

শচীনের অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন সাবেক নির্বাচক