দেশের জনপ্রিয় লিভো সিরিজের নতুন বাইক বাজারে আনলো বাংলাদেশ হোন্ডা। স্পোর্টি লুক ও ডিজিটাল-অ্যানালগ মিটারের পাশাপাশি নতুন এই লিভোতে রয়েছে এনার্জিটিক ফ্রন্ট লুক এবং কার্ভড ফুয়েল ট্যাংক।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নতুন লিভো বাইকটি উন্মোচন করা হয়। জানানো হয়, স্পোর্টি লুক ও ডিজিটাল-অ্যানালগ মিটারের পাশাপাশি নতুন লিভোতে হোন্ডা ইকো টেকনোলজি বা এইচইটিসংবলিত ১১০ সিসি সক্ষমতার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার ফলে প্রতি লিটার জ্বালানি তেলে ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ যাওয়া যাবে।
১১০ সিসির লিভো বাইকটি মুন্সীগঞ্জে কারখানায় প্রস্তুত করা হয়েছে। লিভো ড্রাম ভার্সনের দাম ধরা হয়েছে এক লাখ তিন হাজার ৯০০ টাকা এবং লিভো ডিস্ক ভার্সনের দাম এক লাখ আট হাজার ৯০০ টাকা। বিক্রয়-পরবর্তী দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার (যেটি আগে হবে) পর্যন্ত ওয়ারেন্টি এবং গ্রাহক চারটি সেবা বিনা মূল্যে পাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি এবং সিইও হিমিহিকো কাতসুকি বলেন, লিভোর ৫০ হাজার ইউনিট বিক্রি প্রতিষ্ঠানটির জন্য অনন্য অর্জন। দেশের উদীয়মান বাজারে সাশ্রয়ী মূল্যে আধুনিক বাইক এবং উদ্ভাবনী সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রেখেছে হোন্ডা এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হোন্ডা বাংলাদেশের বিক্রয় এবং বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন বলেন, দেশের বাজারে ১১০ সিসি মডেলের বাইকের মধ্যে লিভো সেরা হয়ে ওঠার পেছনে রয়েছে আধুনিক ডিজাইন, ইঞ্জিনের সক্ষমতা এবং অত্যাধুনিক হোন্ডা ইকো টেকনোলজি প্রযুক্তি।
অনুষ্ঠানে নতুন লিভো মডেলের বৈশিষ্ট্য উপস্থাপনা করেন বাংলাদেশ হোন্ডার মার্কেটিং বিভাগের প্রধান গিয়াস উদ্দিন সজীব। বর্তমানে লাল, নীল ও ধূসর -এ তিন রঙের নতুন মডেলটির বাইক দেশজুড়ে পাওয়া যাচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]