স্যোশাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও পেজ তৈরি করে কটূক্তি ও ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ করায় উদ্বিগ্ন ও বিব্রত প্রকাশ করেছে দেশের প্রথম এবং একমাত্র খেলাধুলা বিষয়ক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। এ বিষয়ে সবাইকে সকর্তও করে দিয়েছে চ্যালেনটি।
সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস থেকে জানানো হয়, তাদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পেজের অস্তিত্ব পেয়েছে তারা। যে সব পেজ থেকে নানা ধরনের কটূক্তি ও ব্যঙ্গাত্মক মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিক্রিয়ার বিভিন্ন বিষয় প্রচার করা হচ্ছে।
তারা জানায়, অগ্রহণযোগ্য, অনৈতিক এবং অবৈধ এসব প্রচারের সঙ্গে টি স্পোর্টসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ, সংযোগ বা সম্পর্ক নেই। টি-স্পোর্টসের ভাবাদর্শ বিরোধী সেসব পেজে প্রকাশিত যাবতীয় খবর, তথ্য, মন্তব্য, প্রতিক্রিয়া ও সমালোচনার দায় টি স্পোর্টসের নেবে না। একই সাথে অসাধু এসব পোস্ট প্রচার করায় টি-স্পোর্টসের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যার ফলে তারা উদ্বিগ্ন, বিব্রত ও ক্ষুব্ধ।
দেশের একমাত্র খেলাধুলা বিষয়ক এ টেলিভিশন চ্যালেনটি আরও জানায়, দেশের মানুষকে খেলাধুলার আনন্দ দেওয়া এবং খেলার অঙ্গনে জোয়ার তৈরি করাই টি স্পোর্টসের লক্ষ্য। তারা চায়, আনন্দ-বিনোদনে মানুষকে অণুপ্রাণিত করতে। খেলা-খেলোয়াড়ের বা সংগঠন-সংগঠকের মন্দ সমালোচনায় তারা বিশ্বাস করে না। অনধিকার চর্চা, ব্যঙ্গাত্মক মন্তব্য, পক্ষপাতমূলক প্রতিক্রিয়া, কূট-সমালোচনায় টেলিভিশন চ্যালেনটি ঘোর বিরোধী।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]