উইন্ডিজ সিরিজে বাংলাদেশের কিটস পার্টনার আকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৬ জানুয়ারি ২০২১
উইন্ডিজ সিরিজে বাংলাদেশের কিটস পার্টনার আকাশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে জাতীয় দলের কিটস পার্টনার স্যাটেলাইট টিভি সেবা দানকারী প্রতিষ্ঠান আকাশ। শুক্রবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর- বাসস

বেক্সিমকো যোগাযোগ লিমিটেডের একটি ব্র্যান্ড বাংলাদেশের ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) ডিজিটাল স্যাটেলাইট কোম্পানি আকাশ। করোনার আগে অনুষ্ঠিত বাংলাদেশের সর্বশেষ সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টিম স্পন্সর ছিল আকাশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি কাপেও টাইটেল স্পন্সর ছিল আকাশ। বিপিএলের সর্বশেষ আসরটি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে নামকরণ করা হয়েছিল।

ক্যারিবীয়দের সফরে দু’টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২২ জানুয়ারি। প্রথম দু’ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যা অনুষ্ঠিত হবে ২৯ থেকে ৩১ জানুয়ারি।

৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা

প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বার্তা

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ