ভেরিফায়েড হলো নিগার সুলতানার ফেসবুক পেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১২ জানুয়ারি ২০২১
ভেরিফায়েড হলো নিগার সুলতানার ফেসবুক পেজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতির অফিসিয়াল ফেসবুক পেজকে স্বীকৃতি (ভেরিফায়েড) দিয়েছে ফেসবুক। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুক এ স্বীকৃতি দিয়েছে।

তারকা ক্রিকেটারদের নামে তাদের ফ্যান-ফলোয়াররা বিভিন্ন গ্রুপ খুলে থাকেন। তবে নিগার সুলতানা জ্যোতির নামে ফেসবুকে একাধিক পেজ থাকায় নানা সময় নানা বিষয় নিয়ে ফ্যান-ফলোয়ারদের কাছে ভুল তথ্য চলে যেত। এখন সেটা বন্ধ হবে বলে মনে করছেন নিগার সুলতানা জ্যোতি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড হওয়ার প্রসঙ্গে স্পোর্টসমেইল২৪.কম-কে তিনি বলেন, ‌‘আলহামদুলিল্লাহ, আমার নামে এতো এতো ফেক আইডি বা পেজ ছিল যে, আমার ফ্যান-ফলোয়াররা বিভ্রান্ত হতেন। তারা জানতেন না যে, আমার আসল পেজ আসলে কোনটা। পেজটি ভেরিফায়েড হওয়াতে আমি আনন্দিত। এখন আর কেউ ভুল পেজে পাওয়া ভুল তথ্য বিশ্বাস করবে না।’

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজটি ভেরিফায়েড হওয়ায় ফ্যান-ফলোয়ারদের প্রতিও তিনি ধন্যবাদ জানান। বলেন, ‘আশা করি তারা (ফ্যান-ফলোয়ার) আর ফেক পেজগুলোতে থাকবেন না।’

Hello All, My Official Facebook Page has been Verified this afternoon. Thanks for your support and love! And a special thanks to Rukunuzzaman Salim bhai & Sportsmail24.com for processing it...

Posted by Nigar Sultana Joty on Monday, January 11, 2021

গত ৪ জানুয়ারি (সোমবার) থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। টানা প্রায় এক মাসব্যাপী (২ ফেব্রুয়ারি পর্যন্ত) এ অনুশীলনে দলের বাকি সদস্যদের সাথে নিগার সুলতানাও এখন সিলেটে অবস্থান করছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

ক্রিকেটার জ্যোতিকে ‘অনুপ্রেরণাদায়ী তরুণ নারী’ সম্মাননা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ম স্থানে সালমা-সুলতানারা

শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

যুক্তরাষ্ট্রে বসতি গড়তে লঙ্কান ক্রিকেটকে জয়সুরিয়ার বিদায়

যুক্তরাষ্ট্রে বসতি গড়তে লঙ্কান ক্রিকেটকে জয়সুরিয়ার বিদায়