সৌরভের হৃদয়ে এত ব্লক?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ এএম, ০৩ জানুয়ারি ২০২১
সৌরভের হৃদয়ে এত ব্লক?

ফাইল ফটো

২০২১ সালের প্রথম দিনের রাতেই হালকা ব্যথা অনুভব করেছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে সেটা যে কোন সাধারণ ব্যথা নয়, তা বুঝতে পারলেন দ্বিতীয় দিন। শনিবার (২ জানুয়ারি) বাড়িতেই জিম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি। দ্রুতেই নেওয়া হয় হাসপাতালে।

সঠিক সময়ে হাসপাতালে যেতে না পারলে হয়তো বড় ধরনের বিপদই ছিল। তবে এ যাত্রায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন কলকাতার যুবরাজ। যদিও খবর খুব ভালো নয়, সৌরভের হৃদপিণ্ড তিনটি ব্লক ধরা পড়েছে।

সৌরভ গাঙ্গুলির চিকিৎসায় ইতোমধ্যে পাঁচজন ডাক্তার নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জেনরা ৪৮ ঘণ্টা সৌরভকে নজরে রাখবেন।

মেডিক্যাল বোর্ডে সদস্য ড. আফতাব খান বলছেন, ‘সৌরভ গাঙ্গুলির হার্টে তিনটি ব্লক রয়েছে। সে সঠিক সময় হাসপাতালে এসেছিল। তাই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ইসিজি রিপোর্ট এখন ভালো এবং বর্তমানে সে ভালো আছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্য দুটি ব্লক নিয়ে ভাবছি। ওকে ৪৮ ঘণ্টা নজরে রাখা হবে। তবে যে কষ্ট, ব্যথা নিয়ে ও হাসপাতালে এসেছিল, সেটা এখন নেই। ওপেন হার্ট বাইপাস সার্জারি নিয়ে এখনই কোন সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই। তবে এখন ঝুঁকি নেই। সৌরভ ওঠে বসেছেন। ও সজ্ঞানে রয়েছেন।’

মেডিক্যাল বোর্ডের আরেক সদস্য ড. মণ্ডল জানান, ‘অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে একটা আর্টারিতে। বাকি দুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার পর। হার্ট অ্যাটাকের ফলে যে আর্টারি ক্ষতিগ্রস্ত হয় সেটাতেই সাধারণত সবার আগে চিকিৎসা চলে। ওর পালস রেট এখন ভালো। ইসিজি রিপোর্ট ভালো। সকালে ট্রেডমিলে থাকাকালীন প্রথম সমস্যা হয়েছিল সৌরভের। এখন ওকে অন্তত ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।’

তবে সবকিছু ছাপিয়ে প্রশ্ন উঠেছে সৌরভের হার্টে তিনটি ব্লক নিয়ে। একজন সফল স্পোর্টম্যান সৌরভ। খেলায় না থাকলেও বাসায় কিংবা জিমে নিয়মিত ব্যায়াম করেন তিনি। শনিবার (১ জানুয়ারি) সকালেও জিম করার সময়ই হার্ট অ্যাটাক হয় তার। এমন একজন মানুষের হার্টে তিনটি ব্লক (!), আগের থেকে কেন বুঝতে পারেননি বা পরীক্ষা করাননি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎ অসুস্থ সৌরভ গাঙ্গুলি, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ সৌরভ গাঙ্গুলি, হাসপাতালে ভর্তি

জাতীয় ক্রিকেট একাডেমি ‘ভেঙে দিচ্ছে’ ভারত

জাতীয় ক্রিকেট একাডেমি ‘ভেঙে দিচ্ছে’ ভারত

আইপিএল নিয়ে চিন্তিত ছিলেন সৌরভ

আইপিএল নিয়ে চিন্তিত ছিলেন সৌরভ

ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি

ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি