ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
শনিবার (২ জানুয়ারি) অন্য দিনের মতো নিয়মিত জিম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ। ডাক্তাররা বলছেন, সৌরভ গাঙ্গুলির ব্ল্যাক আউট হয়েছিল।
দেশটির সংবাদ মাধ্যমে জানানো হয়, সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ। ব্ল্যাক আউট হয়ে যান তিনি। এরপরই দ্রুত তাকে দক্ষিণ কলকাতায় উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এর্মাজেন্সি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার শেষে সৌরভকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সৌরভ গাঙ্গুলির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। তবে এর আগে কখনও সৌরভ গাঙ্গুলির এমন সমস্যা দেখা না দেওয়ায় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন।
ঠিক কী কারণে ব্ল্যাক আউট হয়েছিল -তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। উডল্যান্ডসের চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হলেও হাসপাতালটিতে বিশেষজ্ঞ কার্ডিলজিস্টসহ অন্যান্য চিকিৎসকদের ডাকা হয়েছে। প্রয়োজনে আদালা বোর্ড গঠন করা হতে পারে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]