মানসিক বিকাশে খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ এএম, ০২ জানুয়ারি ২০২১
মানসিক বিকাশে খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে শিক্ষা কর্মসূচি অব্যাহত থাকলেও শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান যেতে পারছে না। এ অবস্থায় শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠ্যপুস্তকের পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ১ জানুয়ারি থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ শুরু করে পর্যায়ক্রমে তিনদিন করে মোট ১২ দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘ছেলে-মেয়েদের নিয়ে একটু সময় কাটাবেন এবং তাদের শরীর চর্চাটা যেন হয়, সে জন্য একটু খেলাধুলা যাতে করতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে। এতে করে ছেলে-মেয়েদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যটা ভালো থাকবে। সে দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’

শিক্ষার্থীদের মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা আরও বলেন, ‘আমি আমাদের সকল শিক্ষার্থীদের অনুরোধ করবো-যদিও ঘরে বসে সময় কাটানোটা অত্যন্ত কষ্টকর তারপরও শুধু পাঠ্য পুস্তক নয়, অন্য আরও অনেক বই আছে যেগুলো পড়া যায়। সেই সাথে খেলাধুলাও করতে হবে।’

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছেলে-মেয়েদের শরীর চর্চাটা যেন হয়, সে জন্য একটু খেলাধুলা যাতে করতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে। এতে করে ছেলে-মেয়েদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যটা ভালো থাকবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘শেখ হাসিনা যুব স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড’ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

‘শেখ হাসিনা যুব স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড’ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

টাইগারদের পারফরমেন্সে পুরো জাতি গর্বিত : প্রধানমন্ত্রী

টাইগারদের পারফরমেন্সে পুরো জাতি গর্বিত : প্রধানমন্ত্রী

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার