ক্রীড়াযজ্ঞের যেকোন ডিসিপ্লিনে খেলোয়াড়দের ইনজুরির সমস্যা থাকতে পারেন। সে ক্ষেত্রে ফিজিও সেবা ও সঠিক পুষ্টি সেবার বিশেষ গুরুত্ব রয়েছে। যেকোন ক্যাম্পে কোচ-ম্যানেজার যেমন নিয়োগ দেওয়া হয়, ঠিক তেমনি এর গুরুত্ব বিবেচনা করে ফেডারেশনগুলো ফিজিও নিয়োগ দেওয়াও জরুরি।
ক্রীড়াঙ্গনে ফিজিও সেবার গুরুত্ব অনুধাবন করে ‘স্পোর্টস হেলথ এবং কোভিড ১৯’ -এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটাব ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক (এনপিআরসি) এসব কথা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ডা আরিফ যোবায়ের বলেন, ‘মহামারির এ সময়ে খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলাধুলা থেকে বাইরে থেকেছে। অনুশীলন হয়নি বিধায় তাদের শারীরিক গঠন ও ফুসফুসের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, মাংশপেশী ও হাড়ের ক্ষমতা হ্রাস পেয়েছে। যার প্রভাব সরাসরি খেলায় পড়েছে, সঠিকভাবে নৈপূণ্য দেখাতে পারছে না।’
‘এ সকল ক্রীড়া সমস্যা উত্তরণের জন্য এনপিআরসি একটি বিশেষায়িত টিম গঠন করেছে। খেলোয়াড়দের জন্য দক্ষ জনবল দিয়ে সঠিকভাবে ডব্লিউএইচও এর গাইড লাইন মোতাবেক পুর্নবাসনের জন্য অ্যাসেসমেন্ট করে সুনির্দিষ্ট চিকিৎসা প্রণয়ন করে বিজ্ঞানসম্মত চিকিৎসা ও ফিজিও সেবা দিতে আমরা প্রস্তুত।’
পুষ্টিবিদ ইসরাত জাহান বলেন, ‘একজন খেলোয়াড়ের শরীরকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভাসের বিকল্প নেই। সঠিক সময়, সঠিক খাবার, সঠিক পরিমাণে নিয়েই একজন খেলোয়াড়কে তার সাফল্য এনে দিতে পারে।’
এনপিআরসির ব্যাবস্থাপনা পরিচালক ডাক্তার রেবেকা সুলতানা বলেন, ‘ফিটনেসই আসল। তারপর কৌশল ও মেধা দিয়ে মাঠ জয় করতে হয়। সম্ভবনাময় ক্রীড়াবিদদের আমরা ফ্রি চিকিৎসা দিব।’
ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য অহিদুজ্জামান রাজু বলেন, ‘আধুনিক বিশ্বে ফিজিও সেবা ছাড়া ক্রীড়াঙ্গন ভাবা যায় না।’
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এমন কর্মকাণ্ড চলমান থাকা জরুরি।’
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘ফিটনেস না থাকায় কোন খেলায়ই সফলতা সম্ভব নয়।’
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে ডা. শাখাওয়াত হোসেন, নাটাবের মহাসচিব খায়রুদ্দিন আহমেদ মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]