উল্ফসের খেলায়াড়দের সুপার মার্কেট নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২০
উল্ফসের খেলায়াড়দের সুপার মার্কেট নিষিদ্ধ

ইংল্যান্ড জুড়ে করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় আক্রান্তের শঙ্কাও বেড়েছে। সেই শঙ্কা থেকে এবার প্রিমিয়ার লিগের ক্লাব উল্ফস তাদের খেলোয়াড়দের সুপার মার্কেটে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

টায়ার ফোরে লন্ডনের যে সমস্ত এলাকা আছে তাদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা বৃটিশ সরকার জারি করেছে। সেই নিষেধাজ্ঞা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্যও প্রযোজ্য। প্রিমিয়ার লিগে সাম্প্রতিক ১৬৫৯ জনের করোনা পরীক্ষায় নতুন করে সাতজন আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই গাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকারসহ ক্লাবের দু’জন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

উল্ফস বস নুনো এস্পিরিটো সান্তো বলেছেন, ‘শপিং এবং সুপার মার্কেটে যাওয়ার ব্যপারে আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি। যেকোন ধরনের ঝুঁকি এড়ানোর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, অল্প কিছু সংখ্যকের কারণে পুরো দলই আক্রান্ত হবে। এ মুহূর্তে কোন খেলোয়াড়কে আমরা হারাতে চাই না। তাদেরকে আরও বেশি সতর্ক হওয়ার জন্য প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি।’

চলতি বছর মার্চ থেকে মে পর্যন্ত প্রথম দফায় তিন মাসের লকডাউনের সময়ই খেলোয়াড়দের যেকোন ধরনের সুপার মার্কেট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার এটি নিষেধাজ্ঞার মতো আদেশ জারি করা হলো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা লেভানডোভস্কি

গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা লেভানডোভস্কি

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

কিংবদন্তি জোন্সকে অভিনব উপায়ে শ্রদ্ধা

কিংবদন্তি জোন্সকে অভিনব উপায়ে শ্রদ্ধা