জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শনিবার (২৬ ডিসেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী।
শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আব্দুল কাদের একজন শক্তিমান অভিনেতা ছিলেন। তার অসাধারণ অভিনয়শৈলী ও সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি বাঙালির হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন।
প্রতিমন্ত্রী যোগ করেন, অভিনেতা আব্দুল কাদের দীর্ঘদিন আমার নির্বাচনী এলাকা টঙ্গীর বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি তার দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিরন্তর সেবা প্রদান করার মধ্যে দিয়ে সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
অভিনেতা আব্দুল কাদের (৬৯) শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী খায়রুন্নেসা কাদের, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]