৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২০
৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

গত ৯ বছর ধরে নিয়মিত দৌড়ান ইঞ্জিনিয়ার অঙ্কিতা গৌড়। তবে এবার যেটি করলেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ৫ মাসের অন্তঃসত্ত্বা অঙ্কিতা দৌড়িয়েছেন ১০ কিলোমিটার, তাও মাত্র ৬২ মিনিটে!

রোববার (২১ ডিসেম্বর) বারতের বেঙ্গালুরুতে টিসিএস ওয়ার্ল্ড ১০-কে তিনি দৌড়ে শেষ করেন। পেশায় ইঞ্জিনিয়ার অঙ্কিতা ২০১৩ সাল থেকে টিসিএস ওয়ার্ল্ড ১০কে-তে অংশ নিয়ে আসছেন।

এর আগে বেশ কয়েকবার আন্তর্জাতিক ম্যারাথনেও দৌড়িয়েছেন তিনি। এর মধ্যে বার্লিনে ৩ বার। বস্টন, নিউইয়র্কেও দৌড়েছেন। এবারের দৌড়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘অ্যাপ-সহায়ক এ রেস দারুণ উপভোগ করেছি। এটা খুব ইউজার ফ্রেন্ডলি ছিল।’
sportsmail24
গত ৯ বছর ধরে নিয়মিত দৌড়ানো অঙ্কিতা বলেন, ‘প্রায় প্রতিদিনই এটা করে আসছি ৯ বছর ধরে। ঘুম থেকে ওঠেই দৌড়তে চলে যাই। চোট পেলে বা শরীর ঠিক না থাকলেই একমাত্র দৌড়ই না। আমার কাছে এটা শ্বাস নেওয়ার মতো। আর অন্তঃসত্ত্বা অবস্থায় দৌড়নো ভালো ব্যায়ামও। আমেরিকান কাউন্সিল অব হেলথ জানিয়েছে যে, একজন রানারের পক্ষে এটায় কোনও অসুবিধা নেই।’

নিজের প্রস্তুতি সম্পর্কে অঙ্কিতা বলেন, ‘প্রতিদিনই ৫-৮ কিলোমিটার দৌড়চ্ছিলাম ধীরে ধীরে। ৫ মাসের অন্তঃসত্ত্বা বলেই ব্রেক নিয়ে দৌড়েছি। কারণ, এখন আমার শরীর আগের চেয়ে আলাদা। অতীতে টিসিএস ১০-কে দৌড়ে পদক জিতেছি। কিন্তু এবার তা পারিনি। কারণ, বিশ্রাম নিয়ে দৌড়তে হয়েছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই পা কেটে ফেলতে হয়েছে ইতালির সাবেক ডিফেন্ডারের

দুই পা কেটে ফেলতে হয়েছে ইতালির সাবেক ডিফেন্ডারের

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী

গভীর রাতে নাইট ক্লাবে পুলিশের হাতে ধরা সুরেশ রায়না

গভীর রাতে নাইট ক্লাবে পুলিশের হাতে ধরা সুরেশ রায়না

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া