বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২০
বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী

২০১৯ সালের স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেকান্দার আলী। পাঁচ সদস্যের স্বাধীন বিচারক প্যানেলের সর্বোচ্চ নম্বর পেয়ে ‘তওফিক আজিজ খান ট্রফি’ এবং ৫০ হাজার টাকার চেক জিতে নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ’র এটি টানা পঞ্চম অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

একই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসাম এবং দ্বিতীয় রানার-আপ হন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। এছাড়া আরও তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

২০১৯ সালে সাক্ষাৎকার ক্যাটাগরিতে সেরা হয়ে ‘আতাউল হক মল্লিক ট্রফি’ জিতেছেন ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসাম। একই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ডিবিসি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা জহির।
sportsmail24
ফিচার/ডকুমেন্টরি ২০১৯ ক্যাটাগরির সেরা হিসেবে ‘রণজিৎ বিশ্বাস ট্রফি’ জিতেছেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার রানা আব্বাস। এ বিভাগে প্রথম রানার-আপ দৈনিক প্রথম আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার বদিউজ্জামান এবং দ্বিতীয় রানার-আপ দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

স্পোর্টস ফটোগ্রাফি ২০১৯ ক্যাটাগরিতে সেরা হয়ে ‘বদরুল হুদা ট্রফি জিতেছেন’ দৈনিক কালের কণ্ঠের স্পেশাল ফটো জার্নালিস্ট মীর ফরিদ। এ বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ডেইলি স্টারের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ এবং দ্বিতীয় রানার-আপ দৈনিক প্রথম আলোর স্পেশাল ফটো জার্নালিস্ট শামসুল হক টেংকু।

অনুষ্ঠানে দু’জন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী এবং মাহমুদুল হাসান শামীমকে দীর্ঘ সময় ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেওয়া হয়।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মানিত মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় অন্যান্যদের মাঝে বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, সাবেক সভাপতি দুলাল মাহমুদ, মো. হাসান উল্লাহ খান রানা, মোস্তফা মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল