করোনাভাইরাসের মাঝে স্বাস্থ্যবিধি অমান্য করায় নাইটক্লাব থেকে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাকে আটক করা হয়েছিল। পরে অবশ্য মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। তার সাথে গায়ক গুরু রনধাওয়া এবং হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানও আটক হয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) গভীর রাতে ড্রাগন ফ্লাই ক্লাব থেকে মোট ৩৪ জনকে আটক করে দেশটির পুলিশ। তাদের মধ্যে ছিলেন রায়না এবং গুরু। তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে দু’জনেই জামিনে মুক্তি পেয়েছেন।
করোনার জন্য রাতে কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। নতুন বছরকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বেশ কিছু নিয়ম চালু করেছে ভারত সরকার। যার মধ্যে অন্যতম ক্লাব রাতে বন্ধ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতের এ সাবেক তারকা ক্রিকেটার নিয়ম না মেনে খোলা রাখা ক্লাবে অবস্থান করছিলেন। তার সাতে সেই ক্লাবে গায়ক গুরু রনধাওয়া, বলিউড তারকা হৃতিক রোশন সাকেব স্ত্রী সুজান খানও ছিলেন।
এদিকে বেশ অনেকদিন থেকেই খেলার বাইরে আছেন অলরাউন্ডার রায়না। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলে খেলতে গিয়েছিলেন তিনি। তবে বিতর্ক তৈরি করে টুর্নামেন্টের আগেই দেশে ফেরত যান। এতে চেন্নাই সুপার কিংসের সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]