ব্রাজিল ও বার্সেলোনার সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর মা করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) স্যোশাল মিডিয়ায় ফেবসুকে নিজের ভেরিফায়েড পেজে রোনালদিনহো নিজেই এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে মায়ের জন্য সকলের কাছে প্রার্থনা আহ্বান করেছেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে রোনালদিনহো নিজেও আক্রান্ত হয়েছিলেন। গত অক্টোবর তার শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বেলো হরিজোন্তে সিটিতে এক অনুষ্ঠানে গেলে সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।
তার শরীর থেকে প্রাণঘাতি এ ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সে জন্য তিনি বেলো হরিজোন্তেতেই স্বেচ্ছা বিচ্ছিন্নাবাসে (আইসোলেশন) থাকেন। করোনাভাইরাস পজিটিভ ধরা পড়লেও রোনালদিনহোর শরীরে কোন উপসর্গ ছিল না। নিজের ভালো হলেও এবার তার মা করোনা আক্রান্ত হয়েছেন।
রোনালদিনহো ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘প্রিয় বন্ধুরা, আমার মায়ের কোভিড-১৯ হয়েছে। তিনি সুস্থ হয়ে ওঠার জন্য লড়াই করছেন। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাদের প্রার্থনার জন্য অগ্রিম ধন্যবাদ।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]