স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২০
স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতনকে সম্মান জানালো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কেনিংটন ওভাল স্টেডিয়াম। শহীদুল আলমকে সম্মান জানাতে ২৪ ঘণ্টার জন্য স্টেডিয়ামের নাম বদলে ‘কেআইএ শহীদুল আলম রতন ওভাল’ রাখা হয়েছে।

করোনাকালে লকডাউনের সময় বাচ্চাদের সক্রিয় থাকতে সাহায্য করায় শহীদুল আলমকে এ সম্মান জানিয়েছে কেনিংটন ওভাল। করোনার সময়ে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সম্মানিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছে ইংল্যান্ডের এ স্টেডিয়ামটি।
sportsmail24
বাংলাদেশের ক্রিকেটে ৯০-এর দশকে উইকেটরক্ষক হিসেবে খেলতেন শহীদুল। বর্তমানে ইংল্যান্ডেই বসবাস করছেন তিনি। সেখানকার ক্যাপিট্যাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক এ ক্রিকেটার।

এ সম্মান পাওয়ার ব্যাপারে শহীদুল আলম সংবাদ মাধ্যমে বলেন, ‘এমন সম্মানের খবর পাওয়া আসলেই দারুণ। ওভালের মতো ঐতিহাসিক স্টেডিয়াম আমার নামে নামকরণ করা অনেক সম্মানের। শুধু ইংল্যান্ড নয়, পুরো ক্রিকেট বিশ্বে এমন সম্মান পাওয়ার জন্য আমি ক্রিকেটকেই ধন্যবাদ জানাতে চাই। এতে চ্যারিটিতে কাজ করা মানুষেরা আরও উৎসাহ পাবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্ষমা চাইলেন মুশফিক

ক্ষমা চাইলেন মুশফিক

মুশফিকের সেই ম্যাচে সুমনকেও জরিমানা

মুশফিকের সেই ম্যাচে সুমনকেও জরিমানা

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

১১ বছর পর আবারও দাপট দেখালেন টাইগার উডস

১১ বছর পর আবারও দাপট দেখালেন টাইগার উডস