নারী দলগত বিশ্বকাপ এবং সাউথ এশিয়ান ও কমনওয়েলথ জুনিয়র অ্যান্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘ মেয়াদী আবাসিক ক্যাম্প শুরু করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ২০ জনকে নিয়ে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এ ক্যাম্প।
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ দক্ষিণ কোরিয়ার বুসানে এবং মার্চের শেষ সপ্তাহে এবং মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ও কমনওয়েলথ জুনিয়র অ্যান্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপের খেলা। এ দু’টি টুর্নামেন্টের জন্য ২৭ ডিসেম্বর থেকে ২০ জনকে নিয়ে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
জাতীয় নারী দল, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ক্যাম্পে অবস্থানের ছাড়পত্র দেওয়া হয়েছে। সকাল-বিকেল দু’বেলা প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ আলীসহ আর চারজন ভারতীয়।
ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর বলেন, ‘ফেডারেশন এ ক্যাম্পটি আরও দীর্ঘায়িত করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং চারজন ভারতীয়ের সঙ্গে আরও দু’জন উত্তর কোরিয়ান কোচ আনার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সং ও কাউন্সিলর মিস্টার পার্ক আমাদের এ ক্যাম্প পরিদর্শনে আসেন ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]