বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মমিনুল হকের আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দুবাইয়ের একটি হাসপাতালে তার আঙুলের অস্ত্রোপচার করা হয়।
আঙুলের সফল আস্ত্রোপচারের তথ্য মমিনুল নিজেই জানিয়েছেন। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। একই সাথে অস্ত্রোপচারের পর বিছানায় শুয়ে থাকা একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সকলের কাছে দোয়া চেয়ে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন।’
চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মমিনুল। এর ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে পৌঁছে বারজিল হাসাপাতালে ভর্তি হন। সেখানেই আজ তার আঙুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মমিনুল আর খেলতে না পারলেও নতুন বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে খেলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে সম্পূর্ণ সুস্থতা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]