স্কোয়াশ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১১৮ জন খেলোয়াড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ এএম, ০৯ ডিসেম্বর ২০২০
স্কোয়াশ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১১৮ জন খেলোয়াড়

বিএএফ শাহীন কলেজের কোর্টে শুরু হচ্ছে মুজিববর্ষ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের ১১৮ জন খেলোয়াড়। এর মধ্যে রয়েছেন উন্মুক্ত (বয়স) পুরুষ ও নারী, অনূর্ধ্ব-১৩ ছেলে ও মেয়ে, ঊর্ধ্ব-১৩ ও ১৬ ছেলে ও মেয়ে, ঊর্ধ্ব- ১৬ থেকে ১৯ বছরের ছেলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং মার্কারদের বিভাগ।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম জানান, স্কোয়াশে এ প্রথম নারীরা অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘একটি টুর্নামেন্টে এতবেশী প্রতিযোগীর অংশ নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হলেও দেশের স্কোয়াশ খেলার সম্ভাবনার ইঙ্গিত বহন করে, যা আমাদেকে উৎসাহিত করছে। এবারই প্রথমবারের মতো জাতীয় নারী দল কোন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।’

রোববার (৬ ডিসেম্বর) প্রতিযোগিতার ট্রফি উম্মোচন করেন প্রধান অতিথি ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ম্যানেজার কমিউনিকেশন শামিমা চৌধুরী এবং প্রথম জাতীয় চ্যাম্পিয়ান হাজী মো. শাহাজাহান সিকদার উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের খেলা বিএএফ শাহীন কলেজের কোর্ট ছাড়াও উত্তরা ক্লাব ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এছাড়া বনানীতে নিজস্ব কমপ্লেক্সের কাজ দ্রুত শুরুর ব্যাপারেও আশাবাদী সাধারণ সম্পাদক।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাবিনাকে বিএফএসএফ’র সংবর্ধনা

সাবিনাকে বিএফএসএফ’র সংবর্ধনা

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

শহীদ আফ্রিদির কন্যা হাসপাতালে ভর্তি

শহীদ আফ্রিদির কন্যা হাসপাতালে ভর্তি

টোকিওতে ফিরলো বিশালাকৃতির অলিম্পিক রিং

টোকিওতে ফিরলো বিশালাকৃতির অলিম্পিক রিং