বঙ্গবন্ধু প্রিমিয়ার বাস্কেটবলে চ্যাম্পিয়ন ধূমকেতু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ এএম, ০৮ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধু প্রিমিয়ার বাস্কেটবলে চ্যাম্পিয়ন ধূমকেতু

বঙ্গবন্ধু প্রিমিয়ার বাস্কেটবল লিগে টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিল ধূমকেতু ক্লাব। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আগের দিনই তাদের শিরোপা নিশ্চিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) শেষ ম্যাচে রেঞ্জার্সকে ৭০-৫৬ গোলে হারিয়ে রানার্স-আপ হয়েছে হরনেটস।

খেলার প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলে হরনেটস। প্রথমার্ধে ৩৮-২৩ পয়েন্টে এগিয়ে ছিল তারা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে রেঞ্জার্সকে ৭০-৫৬ গোলে হারায় হরনেটস।

ধানমন্ডির উডেন ফ্লোর জিমনেসিয়ামে এবারের লিগে ১০টি দলের অংশ নেওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টে আগে থেকেই শীর্ষ ৬ দল অংশ না নেওয়ায় বিপাকে পরে কমিটি। যার ফলে প্রথম বিভাগ থেকে দুটি দল এনে টুর্নামেন্ট পরিচালনা করতে হয়েছে। সব মিলিয়ে ৬টি দল লিগে অংশগ্রহণ করে।

খেলার শেষ দিনে বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন মাঠে উপস্থিত ছিলেন। তিনি প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

শহীদ আফ্রিদির কন্যা হাসপাতালে ভর্তি

শহীদ আফ্রিদির কন্যা হাসপাতালে ভর্তি

সাকিব-রিয়াদের সাথে খুলনায় খেলবেন মাশরাফি

সাকিব-রিয়াদের সাথে খুলনায় খেলবেন মাশরাফি

‘হয়রানির শিকার’ সাবিনার পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

‘হয়রানির শিকার’ সাবিনার পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন