বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৬ ডিসেম্বর ২০২০
বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও না করায় সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিপক্ষে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক নারী। একই সাথে অভিযোগকারী ওই নারীকে কোনোভাবে হয়রানি না করতে বাবর ও তার পরিবারকে নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত হলে বাবরকে কঠিন শাস্তি পেতে হতে পারে।

লাহোরে সংবাদ সম্মেলন করার পর সেখানকার আদালতে অভিযোগ করেন পাকিস্তানের এক নারী। ওই নারীর অভিযোগ, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়েছেন বাবর। এরপর অন্তঃসত্ত্বা হলে সেটিও গর্ভপাত করাতে বাধ্য করেন বাবর।’

প্রমাণ হিসেবে আদালতে চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও দিয়েছেন অভিযোগকারী নারী। এর আগে পাকিস্তানে নাসেরাবাদ পুলিশ স্টেশনে বাবরের বিরুদ্ধে এফআইআর করাতে গেলে বিয়ের করার প্রতিশ্রুতি দিয়ে এফআইআর ফিরিয়ে নিতে অনুরোধ করেন বলেও জানান অভিযোগকারী নারী।

তবে আদালতে অভিযোগ করে নিরাপত্তার অভাব বোধ করছেন ওই নারী। পরে অভিযোগকারী নারীর আবেদনের ভিত্তিতে বাবর ও তার পরিবার যেন তাকে কোনোভাবে হয়রানি না করে সে বিষয়ে শনিবার (৫ ডিসেম্বর) একটি নির্দেশ দিয়েছে আদালত।

লাহোরে সংবাদ সম্মেলন করে ওই নারী আরও জানান, ‘বাবরের সাথে ১০ বছর ধরে তার সর্ম্পক। বাবর ও সে স্কুলের সহপাঠী ছিলেন। বাবরকে বিভিন্ন সময়ে আর্থিকভাবেও সাহায্য করেছেন তিনি।’

অভিযোগকারী নারী বলেন, ‘আমি বাবরের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বড় অবদান রেখেছি। আমার বিউটি পার্লারের অর্থ দিয়ে আমি তাকে সাহায্য করেছি। গত ১০ বছরে সে আমার অর্থে জীবন-যাপন করেছে।’

তবে বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বোর্ডের মিডিয়া ও যোগাযোগ বিভাগের পরিচালক সামিউল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি। পুরো বিষয়টি এখন আদালতের উপর নির্ভর করছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ফরম্যাটেই নেতৃত্ব পেলেন বাবর

তিন ফরম্যাটেই নেতৃত্ব পেলেন বাবর

মাতৃকালীন ছুটি, যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফিফা

মাতৃকালীন ছুটি, যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফিফা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

মাথার আঘাতে সিরিজ থেকে ছিটকে গেল জাদেজা

মাথার আঘাতে সিরিজ থেকে ছিটকে গেল জাদেজা