শারীরিক প্রতিবন্ধী প্যারা ফুটবলারদের জার্সি উপহার দিয়েছে দেশের ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ইভ্যালি। বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০ এ অংশ নেওয়া প্রতিটি দলের খেলোয়াড় এবং কোচদের এ জার্সি পাবেন।
বুধবার (২ ডিসেম্বর) রাজধানীতে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের মাঝে এ জার্সি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু।
এছাড়া অনুষ্ঠানে ইভালি চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সামনে নিয়ে এসেছে এবং সবসময় তাদের জন্য কাজ করে যাচ্ছেন। ৭৪টি প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্ত করা হয়েছে। প্রতিবন্ধীরাও আজকে সমাজে অনেক কিছু দিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছে।
রাসেল বলেন, প্যারা ফুটবলারদের সাথে থাকতে পেরে ইভ্যালি গর্বিত। ইভ্যালি বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। সেই জায়গা থেকে প্যারা ফুটবলারকে আরও গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই।
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩ডিসেম্বর) থেকে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]