শহীদ আফ্রিদির কন্যা হাসপাতালে ভর্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ এএম, ০৪ ডিসেম্বর ২০২০
শহীদ আফ্রিদির কন্যা হাসপাতালে ভর্তি

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছে শহীদ আফ্রিদি। তবে দেশটিতে যাওয়ার এক সপ্তাহ পর দেশে ফিরতে হয়েছে শহীদ আফ্রিদিকে। দেশের ফেরার কারণ প্রাথমিকভাবে ‘ব্যক্তিগত জরুরি পরিস্থিতির’ বলা হলেও জানা গেলে আসল ঘটনা। এলপিএলে গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হঠাৎ করেই লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি সংস্করণে নিজের যাত্রা হ্রাস করার সিদ্ধান্ত জানান পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। যেখানে আফ্রিদির দল নিজেদের খেলা তিন ম্যাচের ৩টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে।

দেশের ফিরার বিষয়ে আফ্রিদি প্রাথমিকভাবে টুইট বার্তায় জানান, ‘দুর্ভাগ্যক্রমে ব্যক্তিগত জরুরি অবস্থায় আমাকে বাড়িতে ফিরে আসতে হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার সাথে সাথেই আমি এলপিএলে আমার দলে যোগ দিতে ফিরবো। সবার জন্য শুভকামনা।’

আফ্রিদি তার টুইটে দেশে ফেরার কারণ হিসেবে ‘ব্যক্তিগত জরুরি অবস্থা’ বললেও আসল কারণ প্রকাশ করেননি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এক টুইট বার্তায় মূল কারণ জানানো হয়। এলপিএল জানান, টুর্নামেন্ট থেকে শহীদ আফ্রিদির দেশে ফেরার মূল কারণ হলো তার কন্যার স্বাস্থ্য, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি কন্যার পাশে দাঁড়ানো আফ্রিদির ছবি পোস্ট করে এলপিএলর টুইট বার্তায় বলা হয়, ‘আপনি কি জানেন, আফ্রিদির দেশে ফেরার কারণ? তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দ্রুত তার সুস্থতা কামনা।’

এদিকে আফ্রিদি কতদিন দেশে থাকবেন সেই ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। তবে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর’ দলের সঙ্গে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া আফ্রিদি শ্রীলঙ্কায় গেলে সেখানে সংক্ষিপ্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এলপিএলে গেইল-রাসেল-আফ্রিদিদের দল চূড়ান্ত

এলপিএলে গেইল-রাসেল-আফ্রিদিদের দল চূড়ান্ত

মোদি সরকার থাকলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব : আফ্রিদি

মোদি সরকার থাকলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব : আফ্রিদি

প্রতিবন্ধী ক্রিকেটদের দায়িত্বে আফ্রিদি

প্রতিবন্ধী ক্রিকেটদের দায়িত্বে আফ্রিদি

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

শত্রুতা ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর