প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক আয়োজনের তোরজোড় শুরু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) জাপানের রাজধানী টোকিওতে জলোস্রোতে আবারও ফিরিয়ে আনা হয়েছে বিশালাকৃতির অলিম্পিক রিংয়ের সেট। যা গেমসের উৎসাহ বাড়াতে সহায়তা করবে।
ভ্যাকসিনের ট্রায়াল টোকিও গেমস আয়োজনের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। গেমস শুরুর নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২৩ জুলাই। করোনার সংক্রমনের কারণে এ গেমস আয়োজন বিলিম্বিত হয়েছে।
৬৯ টন ওজনের রিং-টি গুচ্ছ টোকিওর ওডাইবা উপসাগরীয় অঞ্চলে পুনঃস্থাপন করা হয়েছে। গেমস স্থগিত হয়ে যাওয়ায় ক্ষণ গণনা শুরুর জন্য বসানো রিং গুচ্ছটি দেখভাল ও রক্ষণাবেক্ষণের জন্য গত আগস্টে সরিয়ে নেওয়া হয়েছিল। নতুন বছরের শুরুতে এখান থেকেই ফের শুরু হবে ক্ষণ গণনা।
নতুন করে রংয়ের প্রলেপ দেওয়া রিংগুলো মঙ্গলবার ফিরিয়ে আনা হয়েছে এবং রাতে সেখানে আলোক সজ্জার পরিকল্পনা করা হচ্ছে। টোকিও সিটির সরকারী কর্মকর্তা আতসুসি ইয়ানাসিমিজু সাংবাদিকদের বলেন, ‘আসন্ন অলিম্পিক গেমসকে মানুষ যাতে নিরাপদ মনে করে সে দিক লক্ষ্য রেখে আমরা গেমসটি আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি। অলিম্পিকের এ প্রতীক পুনঃস্থাপনের মাধ্যমে আমরা আশা করছি মানুষ এ ইভেন্টটি অনুভব করবে। তারা বুঝবে এ গেমসটি শিঘ্রই আসছে এবং তারা এটি নিয়ে রোমঞ্চিত হবে।’
জুলাইয়ে চালানো এক জনমত জরিপে দেখা গেছে, জাপানের প্রতি চারজনের একজন ২০২১ সালের এ গেমস উপভোগ করতে চায়। বেশির ভাগেরই সমর্থন ছিল এটি বিলম্বিত বা বাতিলের পক্ষে। আবার পৃষ্ঠপোষকতার বিষয়টিও ছিল উদ্বেগের। পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে উদ্বিগ্ন ছিলেন আয়োজকরা।
Return of the Rings: Olympic Symbol is back in the bright lights of Tokyo Bay, just in time to welcome the Games year 2021. @Olympics
— Olympic Channel (@olympicchannel) December 1, 2020
Read more https://t.co/tlEUBYBid1
: @Tokyo2020 pic.twitter.com/FUCaVu5uxB
অলিম্পিক ও জাপানি কর্মকর্তারা অবশ্য বলেছেন যে, তারা আগামী বছর গেমসটির আয়োজন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ গত মাসে টোকিওতে বলেছিলেন, দর্শকদের উপস্থতির সম্ভবনার বিষয়ে তিনি খুবই আত্মবিশ্বাসী।
অলিম্পিকের সমাপ্তি পর্যন্ত ওই রিংগুলো সেখানে স্থাপিত থাকবে। মধ্য আগস্টে সেগুলোকে সরিয়ে বসানো হবে প্যারালিম্পিক প্রতীক। ইয়ানাসিমিজু বলেন, ‘আমরা দেখতে চাই বিপুল সংখ্যক মানুষ এখানে এসে অলিম্পিকের প্রেরণা অনুভব করছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]