ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সর্বোচ্চ ৭৯২ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদা লিসা। তার নিকটতম এবং একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. মজিবুর রহমান পেয়েছেন ৫২৯ ভোট। দু’জনের মাঝে ভোটের ব্যবধান ২৬৩।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে মঞ্জুরুল আহসান বুলবুল সন্ধ্যায় নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করেন।
নারী সাংবাদিক, ক্রীড়া লেখক, সাবেক জাতীয় নারী দলের ক্রিকেটার মাকসুদা লিসার এবার চতুর্থবারের মতো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি ডেইলি ভয়েজ অফ এশিয়ায় কর্মরত রয়েছেন।
নির্বাচনে বিপুল ভোটের এ জয়কে ডিআরইউ’র সকল সদস্যকে উৎসর্গ করেছেন তিনি। জয়লাভের প্রতিক্রিয়ায় স্পোর্টসমেইল২৪.কমকে তিনি বলেন, ‘আমার এ বিশাল জয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিটি সদস্যের জয়।’
তিনি বলেন, ‘তারা আন্তরিকভাবে আমাকে ভোট দিয়েছেন, এ জন্যই আমি এত বিশাল ব্যবধানে জিততে পেরেছি। আমি ৭৯২ ভোট পেয়েছে, এটা সর্বোচ্চ ভোট। আমার এ জয় সবাইকে (ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য) উৎসর্গ করলাম।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এবারের নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর মুরসালিন নোমানি (৫২৬ ভোট) সভাপতি ও দৈনিক সমকালের মশিউর রহমান (৬৯২ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]