যুব গেমসে শোভা বাড়াচ্ছে পদ্মা সেতু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৯ মার্চ ২০১৮
যুব গেমসে শোভা বাড়াচ্ছে পদ্মা সেতু

১০ মার্চ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের জমকালো উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন দেশের দ্বিতীয় বৃহত্তম এ গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শোভা পাবে পদ্মা সেতুর অবয়ব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশালগেট পেছনে রেখে যে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে তারই পাশে দৃশ্যমান হবে সেতুর প্রতিচ্ছবি। যার দৈর্ঘ্য ৩১ ফুট। পদ্মার বুকে ইস্পাতের তৈরি যে মূল কাঠামো দৃশ্যমান হয়েছে তার আদলে তৈরি সেতু দর্শকরা দেখতে পাবেন যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। পিলারসহ এর উচ্চতা ১১ ফুট। এর মধ্যে ৪ ফুট উঁচু মূল কাঠামো।

মঞ্চের আরেক পাশে থাকবে ৪০ ফুট লম্বা সুদৃশ্য নৌকা। পাল তোলা নৌকাটি এমনভাবে বানানো হয়েছে যার পাশে থাকবে একটি ছোট মঞ্চ। যেখানে পারফরমাররা বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলবেন। এলইডি বাতি তৈরি করবে নৌকার নিচে পানি। মনে হবে নৌকার উপরই দাঁড়িয়ে সব করছেন পারফরমাররা।

একইভাবে এলইডি বাতির মাধ্যমে পানি ফুটিয়ে তোলা হবে সেতুর নিচেও। শুধু কী তাই? সেতুর নিচ দিয়ে বয়ে যাবে পানির স্রোত আর সেতু দিয়ে ছুটে যাবে ট্রেন ও গাড়ি। রিমোট কন্ট্রোলে চালিত গাড়ি ও ট্রেন চলবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পদ্মা সেতু দিয়ে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এর চেয়ে শান্তির কিছু হতে পারে না : মুশফিক

এর চেয়ে শান্তির কিছু হতে পারে না : মুশফিক

বিপাকে রাশিয়ার ব্যবসায়ীরা

বিপাকে রাশিয়ার ব্যবসায়ীরা

শহীদদের স্মরণে কাঁদলেন মাশরাফি

শহীদদের স্মরণে কাঁদলেন মাশরাফি

হকি দলের ওমান যাত্রা নিয়ে অনিশ্চয়তা

হকি দলের ওমান যাত্রা নিয়ে অনিশ্চয়তা