প্রাণঘাতি করোনাভােইরাসে উদ্বেগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে কাতারের সার্বিক পরিস্থিতি। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আবারও সুযোগ করে দেওয়া হয়েছে খেলাধুলার। তারই প্রেক্ষিতে ফেসবুক ভিত্তিক বন্ধুদের সংগঠন এসএসসি-২০০২ ও এইচএসসি-২০০৪ বাংলাদেশের কাতারের বন্ধুদের ক্রিকেট দল ‘কাতার সুপার কিংস’ মেতে উঠেছিল ক্রিকেট উৎসবে।
শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজন করা হয়েচিল দিনব্যাপী ক্রিকেট কার্নিভাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দীর্ঘ দিনের লকডাউন শেষে এ কার্নিভালে দর্শক ও ক্রিকেটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ক্রিকেট খেলা উপভোগ করতে মাঠে প্রবাসী বন্ধু ও বাংলাদেশি দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়।
রাজধানী দোহার ভিআইপি হোটেল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কার্নিভালে সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন কাতারের সকল বন্ধু-বান্ধুবী ও তাদের পরিবারের সদস্যরা। টুর্নামেন্টে কিউএসকে হিরোজ, কিউএসকে ফাইটারস এবং কিউএসকে সিক্সারস -এ তিন দলের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় কিএসকে ফাইটার্স এবং রানার্সআপ হয়েছে কিউএসকে সিক্সার্স।
কাতার সুপার কিংস অধিনায়ক আদিবের সার্বিক তত্ত্বাবধানে এবং সহ-অধিনায়ক মাসুমের ব্যবস্থাপনায় তানিন, সোহেল, হারুন, মোবারক ও মাগফুরের সহযোগিতায় ক্রিকেট কার্নিভালের পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ইমন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন কিউএসকে ফাইটার্সের পক্ষে মাসুম এবং রানার্সআপ কিউএস কে সিক্সার্স’র পক্ষে আদিব পুরস্কার গ্রহণ করেন। বিজয়ী দলের মাসুম ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিন দলের ক্যাপ্টেন ছাড়াও বন্ধুদের মধ্যে থেকে ইমন, তানিন ও মাগফুর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তারা বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ও প্রয়াস বন্ধুত্বের বন্ধন মজবুত করে প্রত্যেকের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা। সেই সাথে আড্ডা মাস্তি খানা পিনা হৈ হুল্লোড় এবং খেলাধুলার মধ্যে দিয়ে অত্যন্ত সুন্দর ও স্মৃতিরপাতায় ধরে রাখার মতো একটা দিন কাটানই চিল প্রবাসী বন্ধুদের উদ্দেশ্য।
তারা আরও বলেন, খেলাধুলাই পারে যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে। খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা।
আয়োজক কমিটিকে এ ধরনের প্রতিযোগিতামূলক খেলা আয়োজন করায় ধন্যবাদ জানান সবাই। এছাড়া অতীতের মতো ভবিষ্যতেও তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
সালেহ সোহাগ/কাতার
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]