সদ্য না ফেরার দেশে পাড়ি জমানো আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যরাডোনার সম্মানে স্তাদিও সান পাওলোর নামকরণ করার প্রস্তাব দিয়েছেন ইতালীয় শহর নেপোলসের মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস। এক টুইট বার্তায় তিনি এ দাবি জানান। বলেন, ‘সান পাওলো স্টেডিয়ামের নামটি ম্যরাডোনার নামে করা হোক।’
নাপোলির সাবেক ফুটবল তারকা ৬০ বছর বয়সী ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরের পর তার সম্মানে বুধবার পুরো স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। স্টেডিয়ামের বাইরে এ সময় শোকাহত ম্যারাডোনা ভক্তরা সমবেত হন।
ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লিগ শিরোপা জয় করে নাপোলি। যার সুবাদে ছড়িয়ে পড়েছিল অখ্যাত ওই নগরীর নাম। কিংবদন্তী ম্যরাডোনার মৃত্যু সংবাদ শুনে রাস্তায় নেমে পড়ে নগরীর শোকার্ত ম্যারাডোনা ভক্তরা।
টুইটবার্তায় মেয়র বলেন, ‘দিয়াগো আমাদের নাগরিকদের স্বপ্নদ্রষ্টা। তিনি তার প্রতিভা দিয়ে নেপলসকে আলোকিত করেছিলেন। আপনি আমাদের সুখি করেছিলেন। নেপলস আপনাকে ভালোবাসে।’
এদিকে নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস আরএমসি রোডিওকে বলেছেন, স্টেডিয়ামের নাম হতে পারে ‘সান পাওলো-ম্যরাডোনা।’
কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা বুধবার (২৫ নভেম্বর) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে নিজ বাস ভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী বুয়েনস এইরেসে বেল্লা ভিস্তায় বাবা-মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]