দুইজন পদকধারীসহ ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া রোমানিয়ার তিন ভারোত্তোলককে অযোগ্য ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ডোপিং টেস্টে নিষিদ্ধ ঘোষিত উপাদান পাওয়ায় তাদের অযোগ্য ঘোষণা করা হয়।
প্রতিযোগিতা চলাকালে ডোপিং টেস্টে জন্য তাদের দেওয়া ইউরিন নমুনা পরীক্ষায় নিষিদ্ধ ঘোষিত উপাদান পাওয়া গেছে। ফলে তাদের বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করলো আন্তর্জাতিক সংস্থাটি।
অযোগ্য ঘোষিত ভারোত্তোলকরা হলেন- পুরুষদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক বিজয়ী রাজভান মার্টিন, নারী বিভাগের একই ওজন শ্রেণিতে রৌপ্য পদক বিজয়ী রোক্সানা ককোস এবং পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণিতে অংশ নেওয়া গ্যাব্রিয়েল সিনক্রায়ান।
প্রথম পরীক্ষার পর পুনরায় নমুনা পরীক্ষা করা হয়। দ্বিতীয় ধাপের পরীক্ষায় একই নিষিদ্ধ ঘোষিত উপদানের অস্থিত্ব পাওয়ার পর বুধবার (২৫ নভেম্বর) তাদের অযোগ্য ঘোষণা করেছে আইওসি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]