জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী উপলক্ষে বয়স ভিত্তিক ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হবে।
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমনের মধ্যেও দেশের অনেকগুলো জেলা টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সম্মতি প্রকাশ করেছে।
খেলোয়াড়দের ডাক্তারি পরীক্ষার পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের সঠিক সংখ্যা জানা যাবে বলে উল্লেখ করেন তিনি। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে শনিবার (২৮ নভেম্বর)। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]