বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সবুজবাগ কালীমন্দির শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের সাবেক পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খেতাব ধারী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবল তারকা বাদল রায় রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হয় বাদলের মরদেহ। সেখানে তাকে সতীর্থ ফুটবলার ও সহকর্মী, বাফুফে কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বন্ধু-বান্ধবসহ সর্বস্তরের মানুষ শেষ বিদায় জানান।
১৯৭৭ সালে মোহামেডানের হয়ে জাতীয় পর্যায়ের ফুটবলে অভিষিক্ত হওয়ার পর থেকেই একই ক্লাবে কাটিয়ে দিয়েছেন তার প্রায় এক যুগের খেলোয়াড়ী জীবন। তিনি আন্তর্জাতিক ফুটবলেও জাতীয় ফুটবল দলকে বহুবার নেতৃত্ব দিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]