বাদল রায়ের মৃত্যুতে ভারতের মোহামেডানের শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৪ নভেম্বর ২০২০
বাদল রায়ের মৃত্যুতে ভারতের মোহামেডানের শোক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবল তারকা ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক অধিনায়ক বাদল রায়ের মৃত্যুতে ভারতের মোহামেডান স্পোর্টিং ক্লাব গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ ও এশিয়ান ফুটবলে তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে।

এক শোক বার্তায় ক্লাবটি জানায়, ‘বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক তারকা ফুটবলার বাদলরায়ের মৃত্যুতে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভারত গভীরভাবে শোকাহত। বাংলাদেশ ও এশিয়ান ফুটবলে তার অবদানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মর শান্তি কামনা করছি।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় শারিরীক বিভিন্ন জটিলতার পাশাপাশি লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ রোববার (২২ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদল রায়ের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন। এছাড়া বাদল রায়ের চলে যাওয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চলে গেলেন বাদল রায়

চলে গেলেন বাদল রায়

বাদল রায়ের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাদল রায়ের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ

নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ

বাংলাদেশ-নেপাল ম্যাচে দর্শকদের সাড়া

বাংলাদেশ-নেপাল ম্যাচে দর্শকদের সাড়া