আন্তর্জাতিক ম্যাচে দায়িত্বে থাকা লিভারপুল ও মিশরীয় ফরোয়র্ড মোহাম্মদ সালাহ দ্বিতীয়বারের করোনা পরীক্ষায়ও পজিটিভ ধরা পড়েছে। সালাহর সাথে আর্সেনালের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ এলনেও দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ হয়েছেন। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।
সালাহকে ছাড়াই মিশর মঙ্গলবার আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে টোগোকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে। সে দিনই এক টুইটার বার্তায় সালাহ লিখেছেন, ‘এই পরিস্থিতিতে আমাকে সমর্থন ও শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। দ্রুতই মাঠে ফেরার ব্যপারে আমি আত্মবিশ্বাসী।’
এবারের মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে আটটি গোল করেছেন এ তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভি হওয়ায় বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আগামী দুটি ম্যাচে তিনি অনুপস্থিত থাকতে পারেন তিনি।
আন্তর্জাতিক বিরতি শেষে রোববার প্রিমিয়ার লিগে রেডসরা লিস্টার সিটিকে আতিথ্য দেবে। এরপর ২৫ নভেম্বর ইতালিয়ান দল আটালান্টার বিপক্ষে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]